মধ্য চীনের হুবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল নাগাদ ৬ জনে দাঁড়িয়েছে। সোমবার আকস্মিক এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর সিনহুয়ার।
ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো চারজন। তবে আহতদের জীবনহানির আশঙ্কা নেই।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জিয়ানতাও শহরের জৈব সিলিকন সংস্থার একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। সোমবার, শহরের প্রচার বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থা সকাল ৭টায় আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনার পর প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ রেখেছে। এ ঘটনার তদন্ত চলছে।