শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১১, ২০২৪ by

চীনের দক্ষিণ-পশ্চিমে রেকর্ড বৃষ্টি, নিহত ৬

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেকর্ড বৃষ্টিতে ছয়জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চংকিংয়ের মেগাসিটির কাছে দিয়ানজিয়াং কাউন্টিতে প্রবল বর্ষণ হয়েছে। এতে একটি বাড়ি ধসে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত তিনজন ভূমিধসে আটকা পড়েছে।

এ ছাড়া প্রায় সাত হাজার মানুষ ঝড়-বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭০ জনকে সরে যেতে বলা হয়েছে। অন্যদিকে সরকারি সম্প্রচারকারী সিসিটিভি কাউন্টি বন্যা নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত ‘ভূতাত্ত্বিক বিপর্যয়ে’ চারজন মারা গেছে এবং আরো দুজন ‘ডুবে’ গেছে। সিনহুয়া আরো জানিয়েছে, ডিয়ানজিয়াংয়ের কিছু অংশে ২৫৪.৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পরিমাপ করা হয়েছে, যা রেকর্ড শুরু হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ।

About The Author

শেয়ার করুন