চিত্রশিল্পী ও তাঁর আইনজীবীর বাক্সবন্দি লাশ উদ্ধার

77

6.hema

ড্রেনের মধ্যে কার্ডবোর্ডের বাক্সে পাওয়া গেল বিখ্যাত চিত্রশিল্পী হেমা উপাধ্যায় ও তাঁর আইনজীবীর ক্ষতবিক্ষত দেহ। দুইদিন আগে থেকে হেমা ও তাঁর আইনজীবী নিখোঁজ ছিলেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার ড্রেনের মধ্যে বাক্সবন্দি দেহ দুটি উদ্ধার করে পুলিশ। লাশ দুটি পাওয়ার পর রোববার তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। হেমা উপাধ্যায় ও তাঁর আইনজীবী হর্ষ বম্বানি-দুজনের মৃতদেহই প্লাস্টিক শিটে মোড়ানো ছিল।
এই দুটি মৃতদেহ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় মুম্বাইয়ের কান্ডিভালি এলাকায়। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাত থেকেই দুইজন নিখোঁজ ছিলেন। এজন্য দুই পরিবারের পক্ষ থেকে থানায় আলাদা সাধারণ ডায়েরিও করা হয়েছিল।এরপর শনিবার সন্ধ্যায় মুম্বাই শহরের কান্দিভালি এলাকার একটি নর্দমায় দুটি বাক্স থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো জোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় দুজনের শরীরে অন্তর্বাস ছাড়া অন্য কোনো পোশাক ছিল না।

২০১৩-এ নিজের স্বামী চিত্রশিল্পী চিন্তন উপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর সঙ্গে অসংগত ব্যবহারের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন হেমা। এই মামলায় তাঁর হয়ে সওয়াল করছিলেন হর্ষ। নিজের অভিযোগে চিন্তন তাঁর ঘরের দেওয়াল আপত্তিকর ছবি এঁকেছিলেন বলে অভিযোগ করেন হেমা। এই বিখ্যাত চিত্রশিল্পীর মৃতদেহ এভাবে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।রোববার বিকেলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয় মৃতদেহ দুটি হেমা ও তাঁর আইনজীবী হর্ষের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। হেমা উপাধ্যায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের জাতীয় বৃত্তি পেয়েছেন। এ ছাড়া পেয়েছেন জাতীয় ললিত কলা একাডেমি এবং গুজরাটের ললিত কলা একাডেমির বার্ষিক পুরস্কার।