চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর সংলগ্ন স্থানে স্থাপিত চাষিবাজার রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। সেই সঙ্গে সেখানে স্থায়ী বাজার স্থাপনের দাবিও জানানো হয়েছে। বুধবার চাষিবাজার কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন কমিটির নেতৃবৃন্দ।
চাষিবাজার সমিতির সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সমিতির সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক, চাষিবাজারের মোখলেসুর রহমান আলাল, মো. মুকুল ও মাছ বিক্রেতা মালা রানী।
সমিতির সভাপতি শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার সারাদেশে ডাল, ভাত কর্মসূচির আওতায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর সংলগ্ন স্থানে খাস খতিয়ানভুক্ত ও সড়ক ও জনপথ বিভাগের জায়গায় চাষিবাজার চালু করে। সেখানে স্থানীয় চাষিদের উৎপাদিত পণ্যের টোল মুক্ত বেচাকেনার ব্যবস্থা করে দিতে জরুরি ভিত্তিতে বাজারটিতে ঘরের ব্যবস্থা করে চালু করা হয়। প্রায় ১৫ বছর ধরে চলা চাষিবাজারটি উচ্ছেদের জন্য গত ৮ মে স্বাক্ষরিত এক পত্রে সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী স্বাক্ষরিত পত্রে উচ্ছেদের নোটিশ করা হয়। তিনি আরো বলেনÑ আমরা ১৫ বছর ধরে নিজের উৎপাদিত পণ্য নিয়ে কোনো প্রকার টোল (খাজনা) ছাড়াই ব্যবসা করে আসছি, আশপাশের এলাকার মানুষ প্রতিদিন এখানে বাজার করেন। তাই এই বাজারের প্রয়োজনীয়তা ও চাষিদের বিষয়টি বিবেচনায় নিয়ে স্থায়ী বাজার নির্মাণের দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক স্মারকলিপি তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।