চালের বস্তায় গাঁজা, র‌্যাবের জালে ধরা, দুজন গ্রেপ্তার

23

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে চালের বস্তার ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ রহমত মোল্লারটোলা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. বিশারত (৭০) ও কালীগঞ্জ মালোপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. মজিবুর রহমান (৫১)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, শুক্রবার দিবাগত রাত ১টায় র‌্যাবের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের বিশ্বরোড মোড়ে পূর্বপরিকল্পনা মোতাবেক সাধারণ যাত্রী বেশে বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এসময় ঢাকা থেকে আসা একটি বাস থেকে দুজন ব্যক্তি সন্দেহজনক দুটি চালের বস্তা সাথে নিয়ে নামলে আভিযানিক দল তাদেরকে তল্লাশি করে। তল্লাশিকালে চালের বস্তার ভেতরে লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।