চালের ট্রাকে ফেনসিডিল : আটক ২

27

চাঁপাইনবাবগঞ্জের সানামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি চাল বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। এসময় ৩৪০ বস্তায় ১৭ হাজার কেজি চালসহ ট্রাকটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন, ট্রাকের চালক গোলাম মোস্তফা (৫০) ও তার সহযোগী সাইরুল ইসলাম (২৬)। দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট হলমোড় এলাকা থেকে ট্রাকসহ (চট্রমেট্রো- ট-১১-০১৮৪) তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রেস ব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকটিতে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তায় ২৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় ট্রাকের চালক, গোলাম মোস্তফা ও তার সহযোগী সাইরুলকে আটক করা করা হয়। জব্দ করা হয় ৩৪০ বস্তায় ১৭ হাজার কেজি চাল। তবে ট্রাকে থাকা নাজিম ও সাইদুল নামে আরো দুইজন পালিয়ে যায়। তিনি আরো জানন, ট্রাকের মালিক হাবিবসহ আটক ও পলাতক ৪ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।