শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২৩, ২০২৫ by

চার ডিআইজিকে অবসরে পাঠাল সরকার

 

পুলিশের চার ডিআইজিকে অবসরে পাঠিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়।
অবসরে পাঠানো ডিআইজিরা হচ্ছে- অ্যান্টি টেররিজম ইউনিটে কর্মরত মো. নিশারুল আরিফ, নৌ পুলিশে কর্মরত মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত মো. আজাদ মিয়া ও আমেনা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর পাঠানো হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

About The Author

শেয়ার করুন