চার কেজি হেরোইন আগ্নেয়াস্ত্রসহ দুজন মাদক সেবনের দায়ে গ্রেপ্তার ৭ জন

28

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজনপাড়া থেকে ৪ কেজি হেরোইনসহ একজনকে এবং জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে। গত রবিবার অভিযান দুটি চালানো হয়। এছাড়া সোমবার সকালে মাদক সেবনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই এলাকা থেকে ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, শাজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজনপাড়ার আরশাদ আলীর ছেলে মহবুলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দুপুর আড়াইটায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ এই অভিযান চালানো হয়। এসময় ৪ কেজি হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারী সুজনপাড়ার মহবুলের স্ত্রী ছাবেরা বেগম (৪০)।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ছাবেরা বেগমকে আটক করা হয় এবং তার স্বামী মো. মহবুল (৪৫) কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে ছাবেরা বেগমের নামে মামলা দায়ের করা হয়েছে। তার স্বামী মহবুলকে পলাতক আসামি করা হয়েছে।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে অভিযার চালানো হয়। কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামেরর নেতৃত্বে¡¡ গত রবিবার রাত ১১টায় এই অভিযান চালানো হয়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার ভোলাহাট উপজেলার উপর কানারহাট গ্রামের মো. মঞ্জুর রহমানের ছেলে মো. আতাউর রহমান ওরফে আতারুল (৩০)।
এদিকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার বেলা ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই মীরের বাগানের দক্ষিণে মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮ পুরিয়া হেরোইন, ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব।