চারুকলা বকুলতলায় দুদিনের জাতীয় গম্ভীরা উৎসব

187

image-5636-1480497231ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বকুলতলায় হতে যাচ্ছে ১ম জাতীয় গম্ভীরা উৎসব। চাঁপাইনবাবগঞ্জের লোকগান গম্ভিরাকে নিয়ে আগামী ২ ও ৩ ডিসেম্বর এ উৎসব আয়োজন করেছে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’। বুধবার বেলা ১১টায় এ উৎসব উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলন করে এর সংস্থাটি । সংবাদ সম্মেলনে দিয়াড়ের সদস্য সচিব আনোয়ার হক বলেন, ‘দিয়াড়’ গড়বে লোকসংস্কৃতির উজ্জ¦ল ধারা। আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচাই। মাটি-মানুষের সংস্কৃতিকে বাঁচাই। শেকড়ের সন্ধানে থাকুক সমন্বিত প্রচেষ্টা। জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’ সময়ের সঙ্গে দেশ-জাতি-লোকসংস্কৃতি-প্রজন্মকে এগিয়ে নিতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে। সমন্বিত কর্ম প্রয়াসে আমাদের লোকসংস্কৃতি তথা ভিত্তিমূল আরো মজবুত হবে নিশ্চয়ই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিয়াড়ের আহবায়ক মুখলেসুর রহমান মুকুল, উপদেষ্টা অধ্যাপক মেসবাহ কামাল, ইফফাত আরা নার্গিস, মেসবাহ উর রহমান খসরু এবং লেখক জাহাঙ্গির সেলিম। সংবাদ সম্মেলনে জানানো হয়, দু’ দিনব্যাপী ১ম  জাতীয় গম্ভীরা উৎসবে অংশ নিচ্ছে শিশু ও মহিলাসহ ১০ দল। ২ ডিসেম্বর (শুক্রবার) এ উৎসবের প্রধান অতিথি  সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। আর ৩ ডিসেম্বর (শনিবার) ২য় দিনের উৎসবের প্রধান অতিথি  হিসেবে থাকবেন  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানটি চলবে বিকেল ৪ টা থেকে রাত ১০টা পর্যন্ত।