রাজশাহীর চারঘাট উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মুক্তার হোসেন নামে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হেসেন ওই এলাকার বাসিন্দা।
এই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আহতরা হলেন- মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও নাতি হামীম হোসেন (১)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু হামীমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া জাহেদা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইদুল ইসলাম জানান, বেলুন বিক্রেতা মুক্তার হেসেন সকালে তার বাড়িতে সিলিন্ডার গ্যাস বেলুনে ঢোকাচ্ছিলেন। ওই সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তার মারা যান। আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে শিশু হামীমের অবস্থা আশঙ্কাজনক।
চারঘাট থানার এসআই মানিক উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।