চাঁভালি ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

21

চাঁপাইনবাবগঞ্জের সামাজিক রক্তদানকারী সংগঠন চাঁভালি ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার উদ্যাপন হয়েছে। বিকাল ৫ টায় জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি মো. মাজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মো. নুরুল ইসলাম, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি রিয়াদ ফয়সালসহ অন্যানরা।
আলোচনা শেষে রক্তদান কর্মসূচিতে রক্তদানসহ মানবিক কাজে অবদানের জন্য সঙগঠনের স্বেচ্ছাসেবীদের বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সমন্বয়ক ইমরান তুষার।