চাঁপােইনবাবগঞ্জে আইবিডব্লিউ ফাউন্ডেশননের সভা অনুষ্ঠিত
‘চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনিয়ম নিরসন প্রসঙ্গে আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলাশহরের বড় ইন্দারা মোড় এলাকায় জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে এই সভার আয়োজন করে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার (আইবিডব্লিউ) ফাউন্ডেশন’।
সংগঠনটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেনÑ সংগঠনটির উপদেষ্টা জেলা জামায়াতের আমীর মো. আবু জার গিফারি, নায়েবে আমীর ও সাবেক এমপি মো. লতিফুর রহমান, সেক্রটারি মো. আবু বকর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মো. মুখলেসুর রহমান, জামায়াত নেতা মো. আবুল হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. আমিনুল ইসলাম, জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মো. তৌহিদুর রহমান, ব্যবসায়ী নেতা ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক রাইহানুল ইসলাম লুনা। সূচনা বক্তব্য দেনÑ আইবিডব্লিউ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম।
বক্তারা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদকে ইঙ্গিত করে বলেনÑ বর্তমান সভাপতি কৌশলে শুধুমাত্র তার গোত্রের ব্যবসায়ীদের ও অব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে সাধারণ সদস্য করেছেন। কোনো অবস্থাতেই জেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাধারণ সদস্য করেননি। এমনকি জেলার প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসায়ীদের আবেদনপত্র মাসের পর মাস জমা রেখেছেন কিন্তু তাদেরকে সদস্যপদ দেওয়া হয়নি। এমন অবস্থায় বর্তমান সভাপতির অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই প্রশাসক নিয়োগ করে নির্বাচন দিতে হবে এবং যেসব ব্যবসায়ীকে সদস্যপদ দেয়া হয়নি, তাদেরকে অবিলম্বে সদস্যপদ দিতে হবে।
এছাড়াও আয়োজকরা ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।