চাঁপাইনবাবগঞ্জের সর্ববৃহৎ কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ২০২৩ সালের কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ হটিকালচার সেন্টারে চাঁপাই কোরিয়ার ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক দেলোয়ার হোসেন শহীদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম কবির এবং বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মো. টিটু বিশ্বাস, সাংবাদিক মো. মেহেদি হাসান। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শীঘ্রই তারা যাবতীয় কার্যক্রম শেষে কোরিয়ার উদ্দেশ্যে গমন করবেন বলে জানানো হয়। এদের মধ্যে সিটিবি পরীক্ষায় ২০০ নং প্রাপ্ত ওবায়দুলকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।