মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৩০, ২০২৪ by

চাঁপাইবাবগঞ্জে রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেনÑ প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন।
টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেনÑ প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
সভায় রেডিওর চলমান অনুষ্ঠানমালা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠান পরিকল্পনাসহ রেডিও মহানন্দায় সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ দায়িত্ব পালনে আরো মনোযোগী হবার আহ্বান জানান স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।

About The Author

শেয়ার করুন