চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

25

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় তায়াল্লুক হোসেন মিলন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই মামলায় রবিউল ইসলাম বাচ্চু নামে অপর এক ব্যক্তিকে বেকসুর খালাস দেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ মো. রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মিলন জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার জালিবাগান গ্রামের আনছার আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১ নভেম্বর নাচোলের ধানসুড়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মিলন আটক হয়। এ ঘটনায় ওই দিন নাচোল থানায় মামলা করেন নাচোল থানার উপ-পরিদর্শক গৌতম কুমার মালী। মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ২০১৫ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।