চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের ২০১৫-২০১৭ সালের জন্য কার্য নির্বাহী কমিটির দি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল শুক্রবার। বিকেল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও তৌহিদুর রহমান প্যানেলের ১১ জন ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। এই নির্বাচনের নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা জানান, নির্ধারিত সময় শুক্রবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত সহসভাপতি পদে এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও সম্পাদক পদে তৌহিদুর রহমানসহ ১১ জন মনোনয়নপত্র দাখিল করেন। সহসম্পাদক পদে আলহাজ্ব আশিক আহমেদ ফারুক, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে গোলাম ফারুক মিথুন, আজীবন সদস্য পদে ওয়ালিউল ইসলাম, সদস্য পদে আবু বাকার মোল্লাহ বাকের, ইয়াকিন আলী, কবিরুল ইসলাম, গোলাম সাকলাইন, নাসিরুল হক ও নাহিদুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আরো জানান, মনোনয়নপত্র বাছাই শেষে সবকলকেই বৈধ ঘোষণা করা হয়েছে। প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৫ জুন এবং ফলাফল ঘোষণা করা হবে ১৬ জুন।
আগামী ২৭ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। প্রতিদ্বন্দ্বি না থাকায় এবং কেউ প্রত্যাহার না করলে এই ১১ জনই আগামী ২ বছরের জন্য নেতৃত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, পদাধিকার বলে জেলা প্রশাসক এই পাঠাগারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।