Last Updated on সেপ্টেম্বর ২৩, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে ডেঙ্গু শনাক্ত ২, হাসপাতালে ভর্তি ৬ জন
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আক্রান্তদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৬ জন রোগী। তাদের মধ্যে সদরে ২ জন, শিবগঞ্জে ৩ জন ও ভোলাহাটে ১ জন ভর্তি রয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা।