চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নাচোল উপজেলা কমিটির পৃথক আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে জেলাশহরের গ্রিনভিউ স্কুলে জেলা কমিটি আয়োজিত প্রতিযোগিতায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় বনাম নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল এবং এমএম হক আইডিয়াল স্কুল বনাম চাঁপাইনবাবগঞ্জ কামিল (আলিয়া) মাদ্রাসার বিতার্কিক দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতি দলে ৩ জন করে প্রতিযোগী ছিলেন।
প্রতিযোগিতার মডারেটর ছিলেন গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক ও জেলা কমিটির সদস্য রোকসানা আহমদ। বিচারকের দায়িত্ব পালন করেনÑ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান, জেলা কমিটির সদস্য মমতাজ মহল ও জেলা কমিটির সদস্য ফাইজুর রহমান মানি।
আগামী ১৫ জুলাই দ্বিতীয় রাউন্ড এবং ১৭ জুলাই সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হবে।
অন্যদিকে নাচোলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল ৯টা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথি ছিলেনÑ নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অলিউল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেনÑ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক একরামুল হক ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু।
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করে। এতে নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
অপরদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নাচোল সরকারি কলেজ এবং নাচোল মহিলা ডিগ্রি কলেজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে নাচোল মহিলা ডিগ্রি কলেজ বিজয়ী হয়।
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।