চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১১টি পুকুর ও জলাশয় রয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে কাতলা, রুই ও মৃগেল ৩০ কেজি, র্যাব ক্যাম্প সংলগ্ন প্লাবন ভূমিতে ৫১ কেজি, মহাডাঙ্গা চৌহদ্দিটোলায় ১৫৫ কেজি, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পুকুরে ৩০ কেজি, পুলিশ লাইনস পুকুরে ২৫ কেজি, দুখামারি ঘাটিপুকুরে ২০ কেজি, গুশিরা আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২০ কেজি, তালপুকুর আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২০ কেজি, ওদুদ পার্ক আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২০ কেজি, বেলতলা খোজা আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২০ কেজি, মহারাজপুর আদর্শগ্রাম পুকুরে ২০ কেজি পোনা অবমুক্ত করা হয়। পোনাগুলোর আকার ১০-১৫ সেন্টিমিটার।
মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় এসব পোনা অবমুক্ত করা হয়।
সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্ত করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদর রানাসহ অন্যরা।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ওই চত্বরে পুকুরের পোনামাছ অবমুক্ত করেন চাঁপাইনবাবগঞ্জ মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাবুল আকতার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
উল্লখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ১৬টি পুকুর ও একটি জলাশয়ে মোট ৩১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।