চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজার সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেনÑ জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম।
জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেনÑ জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. ঈমানী আলীসহ অন্যরা।
একই স্থানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধিবেশনে মো. সেলিম রেজাকে সভাপতি, মো. নিয়ামুল হককে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করা হয়। জলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।