চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ: ১৫ জুন ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন

63

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুল কবির জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জেলা নির্বাচন অফিসার মো. মোতায়াক্কিল রহমান তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৭ মে (মঙ্গলবার), মনোনয়নপত্র বাছাই ১৯ মে (বৃহস্পতিবার), প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে (বৃহস্পতিবার) এবং ভোটগ্রহণ ১৫ জুন (বুধবার)। তিনি আরো জানান, সরাসরি মনোয়নপত্র দাখিলের পাশাপাশি অনলাইনেও দাখিল করা যাবে এবং আগামী ১৭ মে’র পূর্বেও মনোনয়নপত্র সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত দাখিল করা যাবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করলে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।