চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রবিবার ৬টি ইউনিয়নের ৫৭ জন প্রিজাইডিং অফিসার ও ৩৩১জন সহকারী প্রিজাইডিং অফিসারে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন গুলো হচ্ছে, বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, বারঘরিয়া, মহারাজপুর ও দেবীনগ।
শহরের গ্রীণভিউ চ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএ-বার, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন, জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার অন্য ইউনিয়নে নিয়োজিত নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।