বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৮, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে প্লাস্টিকের বেঞ্চ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার প্রশাসনিক ভবনের সামনে এসব বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এসব প্লাস্টিক বেঞ্চ তৈরি করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে ১৪৫ জোড়া প্লাস্টিকের বেঞ্চ বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুন