চাঁপাইনবাবগঞ্জ শহরে ডা. রাব্বানীর গণসংযোগ

27

চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল মোড়, আমবাজার, পুরাতন বাজার, ডিসি মার্কেট, তোহাবাজার ও স্বর্ণকার পট্টিসহ ২নং ও ১৫নং ওয়ার্ডের বিভিন্ন মোড়ে গণসংযোগ ও পথসভা করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানী।
বৃহস্পতিবার (১৭ আগস্ট)  বিকেলে গণসংযোগকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং নৌকার জন্য ভোট চান। তিনি বলেনÑ দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শামসুদ্দিন বাবলু, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা।