চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জামায়াতের পথসভা
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। পথসভাগুলোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন, জেলা শহরের বিশ্বরোড মোড়, আব্দুল মান্নান সেন্টু মার্কেট চত্বরসহ বিভিন্ন স্থানে পথসভাগুলো অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোয় নুরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা ছিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার মূল উদ্দেশ্য। একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধমে হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি আরো বলেন, বাকশালী কায়দায় বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাঅন্তরীণ রেখে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করেছিল। তার বড় ছেলে তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছিল। তাদের এ ষড়যন্ত্রকে রুখে দিতে হাজার হাজার ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে তাদের অপচেষ্টাকে রুখে দিয়েছে।
পথসভাগুলোয় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর ও সাবেক এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সহ-সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান, সহ-সেক্রেটারি আবুল হাসান, সদর উপজেলার আমির হাফেজ আব্দুল আলিম, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী, জেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক।