চাঁপাইনবাবগঞ্জ শহরের জীবনযাত্রা যেন স্বাভাবিকভাবেই চলছে। সোমবার (১৫ জুন) বেলা ১২ টার দিকে দেখা যায়, নিউ মার্কেট এলাকা, পুরাতন বাজার এলাকা, বিশ্ব রোড মোড় এলাকায় যানবাহন আগের মতোই চলছে। মানুষের ভিড়ও লক্ষ্য করা গেছে। দেখে মনে হয় নি, এটা করোনাকাল চলছে। তবে বেশিরভাগ লোককে মাস্ক পরতে দেখা গেছে। চবিটি পুরাতন বাজার ব্যাংক পাড়া থেকে তোলা হয়েছে।