চাঁপাইনবাবগঞ্জ বহিস্কৃত জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রামিম হোসেন যোগ দিলেন আওয়ামী ছাত্রলীগে

254

অনুসারীদের সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক রামিম হোসেন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী ছাত্রলীগে যোগদান করেছেন।
আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করেন।
জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রামিম হোসেন জানান, জাসদ ছাত্রলীগ থেকে পদত্যাগী ১৬ নেতা ছাড়াও শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে তার নেতৃত্বে আওয়ামী ছাত্রলীগে যোগ দিলেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য সান্তনা হক, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাকিউল ইসলাম শাকিল।
উল্লেখ্য, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সম্প্রতি সাংগঠনিক সভায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রামিম হোসেনকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে স্থায়ী বহিস্কারের আবেদন জানিয়ে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়। ওই সুপারিশের প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ রামিম হোসেনকে বহিস্কার করে। এতে ক্ষুব্ধ হয়ে রামিমের অনুসারী ১৬ নেতাকর্মী পদত্যাগ করেন।