চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, কৃষিবিদ রোকুনুজ্জামান রোকন। সভায় মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করতে সভা করা ও আগামী উপজেলা নির্বাচনে পৌর আওয়ামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়।