চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাধ্যমে করোনা দুর্গত ৩ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে সরকারি চাল বিতরণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক এই ত্রাণ প্রদানের মাধ্যমে ২৬ ধাপে পৌরসভার ২৮ হাজার ৬৪২টি পরিবার একবার করে এই সহায়তা কর্মসূচির আওতায় এলো।
সোমবার সকালে পৌরভবনে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌরসভার ত্রাণ কমিটির আহ্বায়ক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, কমিটির সদস্য ও কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, আব্দুল বারেক, মতিউর রহমান, ট্যাগ অফিসারের প্রতিনিধি পৌর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমানুল্লাহ ও ত্রাণ কমিটির সদস্য সচিব ফারুক হোসেন।
ত্রাণ কমিটি সদস্য সচিব জানান, এ পর্যন্ত জেনারেল রিলিফ হিসেবে ১২ দফায় ২২ হাজার ২০০ পরিবারের মাঝে ২২২ টন চাল, রিলিফের নগদ পাওয়া ১৮ লাখ ৬০ হাজার টাকা থেকে ৮ ধাপে শিশুখাদ্য বাবদ পাওয়া ৩ লাখ ৭৫ হাজার টাকায় ৬ ধাপে মোট ৬ হাজার ৪৪২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী কিনে বিতরণ সম্পন্ন হয়েছে।
সদস্য সচিব আরো জানান, বর্তমানে মজুদ আছে ১৩ টন চাল, শিশুখাদ্য বাবদ ৭৫ হাজার টাকা ও জিআর ক্যাশের ১ লাখ ৮০ হাজার টাকা। এসব বিতরণের তালিকা চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।