চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় উপজেলা প্রশাসনের শিশু খাদ্য বিতরণ

40

নিজস্ব প্রতিবেদক ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের দুস্থ পরিবারের মাঝে শিশুদের জন্য সরকারের উপহার হিসেবে শিশু খাদ্য বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) বিকেলে এই শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ৭ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নরুল ইসলাম মিনহাজের নিজ অফিস প্রাঙ্গনে শিশু খাদ্যগুলো বিতরণ করা হয়।
এই শিশু খাদ্য সামগ্রী বিকরণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু বান্ধব প্রধানমন্ত্রী। এই করোনার ক্রান্তিকালে শিশুদের কথা ভেবেই এইসব খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছেন। শুধু তাই নয় তিনি করোনায় কর্মহীন মানুষের পাশেও দাঁড়িয়েছেন। তাদেরজন্যও তিনি পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দিয়েছেন যা ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে। তিনি সকলকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।