চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার পৌর ভবনে প্যানেল মেয়র-১ সালেহ উদ্দিনের সভাপতিত্বে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও।
এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, অ্যাকাউন্টস অফিসার আহসান হাবীব, কাউন্সিলর মো. ইব্রাহীম, ত্রাণ উপকমিটির সদস্য সচিব গোলাম ফারুক, ট্যাগ অফিসারের প্রতিনিধি ও পৌর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিনসহ সংশ্লিষ্টরা।
পৌর এলাকার অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২১টি পরিবারের মধ্যে ১০ কেজি করে ৪৬.২১ মেট্রিক টন ভিজিএফ কার্ডের চাল দুই দিনে বিতরণ করা হবে।