চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

21

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (নগর সমন্বয় কমিটি) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মোখলেসুর রহমানের সভাপতিত্বে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় শাহ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, জেলা নাগরিক সমাজের প্রতিনিধি মনিম উদ দৌলা চৌধুরী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর সুলতানা রাজিয়া, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাহিদ ইসলাম মুনসহ পৌর কাউন্সিলর, সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শহর দরিদ্র জনগোষ্ঠীর ৭ প্রতিনিধিসহ কমিটির ৫১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র মোখলেসুর রহমান বলেন, নগর সমন্বয় কমিটি গঠন হবার পর নতুন পরিষদের এটিই প্রথম সভা। এই কমিটির মূল লক্ষ্যই হলো পৌর এলাকার উন্নয়ন অর্থাৎ নবাবগঞ্জ পৌরসভায় কিভাবে আধুনিক নাগরিক সুবিধা পাওয়া যাবে সেইসব বিষয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে সকলকে অবহিত করা এবং কোথায় কি সমস্যা আছে সেইসব চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে পৌরবাসীর উন্নয়ন করা। মেয়র আরো বলেনÑ আমরা আমাদের সমস্যাগুলো মোটামুটি শনাক্ত করতে পেরেছি, এখন চেষ্টা করব কিভাবে সমাধান করা যায়। আমরা এখন সাতদিনের মধ্যে জন্মনিবন্ধন মানুষকে দিতে পারছি। তিনি বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই যে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা কিংবা কোনো জায়গা বিদ্যুৎবিহীন থাকবে না। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পানির সমস্যা একটি অনেক বড় সমস্যা, বিশেষ করে মার্চ-এপ্রিল-মে মাসে যখন পানির স্তর অনেক নিচে নেমে যায় তখন এই সমস্যা আরো প্রকট হয়। আমি এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা করে কাজ শুরু করেছি। আশা করি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আর কোনো পানির সমস্যা থাকবে না।
মেয়র বলেন, জুন মাসের পরে আগামী অর্থবছরে আমাদের প্রথম কাজ হবে রাস্তায় লাইটিং শুরু করা, যেটা আপনারা রাজশাহী শহরে দেখেছেন। তিনি বলেন, আমি আশা করি বর্তমান সরকারের কাছ থেকে পাওয়া প্রকল্প ও সকল নির্দেশনার মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতায় এই পৌরসভার উন্নয়ন এবং একটি মডেল পৌরসভা গঠন করার চেষ্টা করব।
উল্লেখ্য, সভায় উপস্থিত ওয়ার্ড কাউন্সিলরগণসহ সকলেই তাদের নিজ নিজ ওয়ার্ডের কার্যক্রম, গৃহীত পদক্ষেপ এবং গৃহীত পদক্ষেপের বাস্তবায়ন সফলতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।