Last Updated on জুলাই ১৩, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৬১ লাখ টাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে ইউনি ব্লক রাস্তা এবং ড্রেন নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগিচায় নাসিরের বাড়ি হতে তাইনুসের বাড়ি পর্যন্ত ১০১ মিটার ইউনি ব্লক রাস্তা, হুজরাপুর গুড়িপাড়া ধীরেনের বাড়ি হতে মহানন্দা নদী পর্যন্ত ৫২ মিটার ইউনি ব্লক রাস্তা, ফকিরপাড়া সরকারি মহিলা কলেজ হতে পৌরসভার কবরস্থান পর্যন্ত ৬৫ মিটার ইউনি ব্লক রাস্তা ও ফকিরপাড়া সরকারি মহিলা কলেজ হতে পৌরসভার কবরস্থান পর্যন্ত ৮০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ৮নং প্যাকেজের আওতায় এই স্কিমে ব্যয় ধরা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার টাকা। এই প্যাকেজে বরাদ্দ আছে ২ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৬৪৫ টাকা।
শনিবার সকালে কাঁঠালবাগিচায় ফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. মোখলেসুর রহমান। পৌরসভার প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন ও সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাবেক কাউন্সিলর শাহ জালাল শাহীন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, স্থানীয় বাসিন্দা জুলকার নাইন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ পলাশ।
এদিকে একই প্রকল্পের ৯নং প্যাকেজের আওতায় ৩ নম্বর ওয়ার্ডের বেলেপুকুর মহল্লার পলাশের বাড়ি হতে ফারুকের বাড়ি পর্যন্ত ৮৫ মিটার ইউনি ব্লক রাস্তা ও অক্ট্রয় মোড় হতে শেহালা কালভার্ট পর্যন্ত আরসিসি পাইপ ড্রেনটি ইন্সপেকশন পিটসহ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এই কাজে ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ ৬৬ হাজার টাকা।
উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে জেলাশহরের বিশ^রোড মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।
কাজ দুটির উদ্বোধক হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র মোখলেসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যরা।
বক্তারা পৌরসভার উন্নয়নে জেলার জনপ্রতিনিধিসহ পৌরবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানান এবং স্মার্ট পৌরসভা গড়তে উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।