শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১০, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা

প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের আওতায় পৌরসভার বালিগ্রাম এলাকায় বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান।
এই প্যাকেজের আওতায় ১ কোটি ৬৩ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেনগুলো নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন অ্যান্ড জিআর (জেভি)। এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত।
৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. সালেহ্ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সভাপতি ড. সাইফ জামান আনন্দ বক্তব্য দেন।
পরে শহরের ৯নং ওয়ার্ডের হরতকিতলায় একই প্যাকেজের আওতায় অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র মোখলেসুর রহমান।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন