করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে আরো ২৫১ জনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে নমুনাগুলো পাঠিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
পাঠানো নমুনাগুলোর মধ্যে জেলার সদর উপজেলার ১২০, শিবগঞ্জের ৪১, গোমস্তাপুরের ২৮, নাচোলের ৫১, ভোলাহাটের ৩ এবং সিভিল সার্জন অফিসে কর্মরত ৮ জনের নমুনা রয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করে বলেন- বিনা পয়সায় সংগৃহীত সর্বশেষ এই ২৫১ জনের নমুনা পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এরপর থেকে বুথ থেকে ও হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহে ২০০ টাকা করে এবং বাড়িতে নমুনা সংগ্রহের জন্য নমুনা প্রদানকারীকে ৫০০ টাকা ফি দিতে হবে।
উল্লেখ্য, এ নিয়ে জেলায় এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হলো ৩ হাজার ২৬৮ জনের। এর আগে গত সোমবার পর্যন্ত সংগৃহীত নমুনার সংখ্যা ছিল ৩ হাজার ১৭ জনের। এর মধ্যে সদরে ৯৭১, শিবগঞ্জে ৫৬৭, গোমস্তাপুরে ৫৩৩, নাচোলে ৪৮৩ ও ভোলাহাট উপজেলায় ৪৬৩ জন।
সিভিল সার্জন জানান, সংগৃহীত নমুনা পরীক্ষায় গত সোমবার পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১০১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১ জন। এই ৬১ জনের মধ্যে সদরে ২৫, শিবগঞ্জে ১৪, গোমস্তাপুরে ৭, নাচোলে ১১ ও ভোলাহাট উপজেলায় ৪ জন রয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন।