চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার হজে যাবেন ১৩৩৩ জন দুই দিনের প্রশিক্ষণ শুরু বুধবার
23
ছবি ইন্টারনে: টচাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এবার পবিত্র হজ পালনের জন্য হজযাত্রী হিসেবে নিবন্ধন করেছেন ১ হাজার ৩৩৩ জন। তাদের মধ্যে ১৪০ জন সরকারিভাবে নিবন্ধন করেছেন। বাকি ১ হাজার ১৯৩ জন নিবন্ধন করেছেন বেসরকারিভাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, আগামীকাল (দশ মে) বুধবার থেকে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এইসব হজযাত্রীর দুই দিনের প্রশিক্ষণ শুরু হবে। সকাল ১০টায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এই প্রশিক্ষণের উদ্বোধন করার কথা রয়েছে। চার ব্যাচে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এদিকে গতকাল থেকে সিভিল সার্জন অফিসে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, সম্মানিত হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় টিকা প্রদান করা হচ্ছে।