আগামী ১৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেদিন বেনাপোল-ঢাকা ট্রেন সার্ভিসের পাশাপাশি এটিরও উদ্বোধন করেবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ১৭ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পরদিন ১৮ জুলাই ভোর ৫টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা প্রথম ঢাকা যাবার সুযোগ পাবেন। অর্থাৎ উদ্বোধনের একদিন পর থেকে আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা পর্যন্ত যাতায়াত করবে।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খোন্দকার শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মনিম উদ দৌলা চৌধুরী, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি, সাবেক কাউন্সিলর শাখায়াত হোসেন শওকতসহ অন্যরা।
উল্লেখ্য, এর আগে গত ৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে এসে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনে দুটি শোভন ও একটি এসি বগি বরাদ্দেরও কথা বলেন তিনি। তারও আগে গত ৯ জুন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলামও ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হওয়ার কথা জানিয়েছিলেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর জন্য চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের বিশাল জনসভায় চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু, সদর উপজেলার সাহেবের ঘাটে দ্বিতীয় মহানন্দা সেতু, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ উল্লেখযোগ্য। তার ঘোষণার অন্যান্য কাজ বাস্তবায়ন হলেও আন্তঃনগর ট্রেনটির আংশিক হয়। আন্তঃনগর ট্রেনের দাবিতে সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের প্রচেষ্টার পাশাপাশি নাগরিক কমিটির ব্যানারে জেলাবাসী ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি আন্দোলন করে। সব শেষ ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে দেনদরবার শুরু করেন ফেরদৌসি ইসলাম জেসি।