চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সভা

41

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সমিতির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেনÑ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সমিতির পরিচালক ডা. দুররুল হোদা, কোষাধ্যক্ষ কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, সমিতির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সোলাইমান বিশু, নির্বাহী সদস্য আব্দুল হান্নান হান্নু মিয়া, নির্বাহী সদস্য মনোয়ারুল ইসলাম ডালিম, নির্বাহী সদস্য মেসবাহুল জাকের, নির্বাহী সদস্য খাইরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টুসহ সমিতির নির্বাহী কমিটির অন্য সদস্যবৃন্দ।
সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।