খেলোয়াড় তৈরির লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে হ্যান্ডবল অনুশীলন কাম্প। শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প শেষ হবে আগামী ২৪ জুলাই।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং হ্যান্ডবল উপকমিটির সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
নয়টি বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৫ জন করে ছাত্র “হ্যান্ডবল ক্যাম্প ২০২৩”য়ে অংশ নিচ্ছেন। পুরাতন স্টেডিয়ামে প্রতিদিন বিকেল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাত্ররা অনুশীলন করবে। শনিবার উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্যসহ জেলার সিনিয়র হ্যান্ডবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।