নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব লীগ শুক্রবার বিকেলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা যুবলীগ সভাপতি সামিউল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তি যোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাভোকেট মিজানুর রহমান মিজান, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক সান্তনা হক শান্তা, জেলা ছাত্র লীগ সভাপতি আরিফুর রেজা ইমনসহ বিভিন্ন ইউনিটের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভা সঞ্চালনা করেন জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু। বক্তারা তারেক রহমানসহ গ্রেনেড হমালার সঙ্গে জড়িতের বিুরদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।