শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৪, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন : শাহনেওয়াজ সভাপতি জুয়েল সম্পাদক

 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি হোসেন শাহনেওয়াজ সভাপতি এবং দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় প্রেস ক্লাব মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সম্পাদক পদে দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে ৭১ টেলিভিশন ও দৈনিক গৌড় বাংলার প্রতিনিধি একেএস রোকন এবং কোষাধক্ষ্য পদে সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলম নির্বাচিত হন।
বেলা ১১টার দিকে সারাধণ সভার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ক্লাবের সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন— মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ ও সাপ্তাহিক সোনাসমজিদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক (সাবেক) জোনাব আলী।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৫-২০২৭ দুই বছর দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত কমিটি প্রেস ক্লাবের সকল সদস্যসহ জেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বর্তমান সাধারণ সম্পাদক ও সীমান্তের কাগজের সম্পাদক-প্রকাশক জাফরুল আলাম নির্বাচন চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
সাংবাদিক জাফরুল আলমের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি।

About The Author

শেয়ার করুন