বিষমুক্ত আম সরবরাহে সকলের সহযোগীতা কামনা করেছেন প্রধান মন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ। শনিবার বিকেলে বাণিজ্যিক ভাবে আম উৎপাদনকারী জেলার জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের সাথে আম সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে ভিডিও কনফারেন্সে এ সহযোগীতা কামনা করেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, রংপুর, দিনাজপুর ও মেহেরপুরের জেলা প্রশাসকসহ সূধিবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সের সময় রাজশাহী ও রংপুর বিভাগের কমিশনাররা যুক্ত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের সময় এখানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজদার রহমান, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা, কল্যাণপুর হর্টিকালচারের উপ-পরিচালক ড. সাইফুর রহমানসহ বিভিন্ন আম সংশ্লিষ্ট প্রতিনিধিরা। কনফারেন্স শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম।
Home চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে প্রধান মন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম...