দৈনিক গৌড় বাংলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভাটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আফাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাচোল পৌরসভার প্রশাসক মো. ইকতেখারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, কবির আহম্মেদ খান, তারিক-উজ জামান সুমন, সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা বেগম ও সাবিহা শবনম কেয়া, শিবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. সুজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ আরো অনেকে।
এছাড়া সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নীলুফা সরকার, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নিশাত আনজুম অনন্যা।
সভায় বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

About The Author