চাঁপাইনবাবগঞ্জে নিত্য পণ্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, বিপণন কর্মকর্তা নুরুল ইসলাম, চেম্বার পরিচালক শহিদুল ইসলামসহ অন্যরা।
সভায় ব্যবসায়ী সাদিকুল ইসলাম, জাইদুল ইসলামসহ অন্যরা তাদের সমস্যার কথা তুলে ধুরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম তাদের সমস্যা নিয়ে উচ্চপর্যায়ে কথা বলবেন বলে জানান এবং কেনোভাবেই বাজারে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মজুত করে সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেনÑ প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সভায় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।