চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

84

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পদাধিকার বলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার, ক্রীড়া ব্যক্তিত্ব মশিউর রহমান মিঠু, মো. আজমল হোসেন ও বাবুল ইসলামকে সদস্য করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও সরকারের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিমের স্বাক্ষরে এই কমিটি গঠন করা হয়। গত ১৮ আগস্ট তিনি স্বাক্ষর করেন।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান এই তথ্য নিশ্চিত করেছেন।