চাঁপাইনবাবগঞ্জ জেলায় লাম্পি রোগে ১০টি গরুর মৃত্যু, আক্রান্ত ৫০০

30

চাঁপাইনবাবগঞ্জে ‘লাম্পি স্কিন ডিজিজ’ নামক মশাবাহিত রোগে এখন পর্যন্ত ৪৯৩টি গরু আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ১০টি গরু। এদিকে এ রোগ প্রতিরোধে গরুকে গোট পক্স ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে।
এই তথ্য নিশ্চিত করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন- ‘লাম্পি স্কিন ডিজিজ’ নামক মশাবাহিত এই রোগটি সারাদেশেই ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জেও রোগটি ছড়াচ্ছে। এখন পর্যন্ত ৪৯৩টি গরু আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০টি গরু। খামারিসহ যারা গরু পালন করেন তাদেরকে সচেতন করতে উঠান বৈঠক করা হচ্ছে। মুশকিল হচ্ছে এ রোগের ওষুধ নেই। ছাগলের ভ্যাকসিন দেয়া হচ্ছে। এতে কাজ হচ্ছে তবে ধীরগতিতে।
ডা. মোস্তাফিজুর রহমান আরো বলেন- এই রোগে আক্রান্ত গরুর শরীরে বসন্তের মতো ফোসকা দেখা দেয়, যা পরবর্তীতে ঘায়ে পরিণত হয়। এতে কখনো কখনো গরু মারাও যায়।