শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১২, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের অনিয়ম নিয়ে ১৫ মে শুনানি

 

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন অনিয়ম বিষয়ে আগামী ১৫ মে একটি শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগ নিষ্পত্তির লক্ষে এই শুনানির আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন।
বাণিজ্য সংগঠনের মহপরিচালক ও সরকারের যুগ্ম সচিবের সভাপতিত্বে ১৫ মে বেলা ১১টায় তার অফিসকক্ষে অনুষ্ঠিতব্য শুনানিতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জার্মান রেমন, সচিব বঙ্কিম চন্দ্র, পরিচালক মাহবুব আলম, আব্দুল মতিন সেলিম, আনোয়ার পারভেজ, মো. আনোয়ার হোসেন, মো. রাইহানুল ইসলাম লুনা, মেসার্স আলিশা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সোহেল রানাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বাণিজ্য সংগঠন-১ এর উপসচিব এম.এম. মোস্তফা জামাল চৌধুরীর রবিবার স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি মো. আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন চেম্বারের পরিচালক মাহবুব আলম, আব্দুল মতিন সেলিম, আনোয়ার পারভেজ, মো. আনোয়ার হোসেন, মো. রাইহানুল ইসলাম লুনাসহ আরো কয়েকজন।

About The Author

শেয়ার করুন