চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তৈমুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। গত বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ জোহর নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে ফকিরপাড়া কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
চেম্বারের সাবেক এই সভাপতির মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলী ও চেম্বারের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ। উল্লেখ্য, তৈমুর রহমান জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মো. তৌহিদুর রহমানের আব্বা।