নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে দিচ্ছেন ১১ পদাতিক ডিভিশনের চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা। এ-ছাড়া খাদ্য সহায়তাসহ ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবাও প্রদান করছেন সেনাবাহিনীর চিকিৎসকগণ। এছাড়াও আম্ফানের আঘাতে রাস্তার উপর পড়ে থাকা গাছ পালা সরিয়ে পরিষ্কার করে দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, শুক্রবার (২২ মে) সেনা সদস্যরা বিভিন্ন এলাকায় ঘুরেঘুরে আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে দিয়েছেন। একাজ চলমান রয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫৬ জনকে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে।
সূত্রটি আরো জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সেনা পরিবার কল্যাণ সংস্থা ও লেডিজ ক্লাব এবং সেনা কল্যাণ সংস্খ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী করোনায় কর্মহীন হতদরিদ্র ১৭৫টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে সূত্রটি জানান।
Home চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ খাদ্য ও চিকিৎসাসহ আম্ফানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করছেন সেনা সদস্যরা