চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান, বিপুল পরিমাণ হেরোইন ও ফেনসিডিল উদ্ধার, আটক ১

22

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর ও পোলাডাংগা সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ৩০০ গ্রাম ভারতীয় হেরোইন, ৭৭ বোতল ফেনসিডিল ও ১ বোতল বাংলা মদসহ ১ জনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ মার্চ ২০২৩) রাত আনুমানিক ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ জহুরপুর বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করে । এছাড়া একই দিন অদ্য বিকাল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি টহলদল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। এ অভিযানে করে ১ কেজি ২০০ গ্রাম ভারতীয় হেরোইন, ৭৭ বোতল ফেনসিডিল ও ১ বোতল বাংলা মদসহ একজনকে আটক করতে সক্ষম হয়।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন এইসব তথ্য নিশ্চিত করে বলন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।